Virat Kohli and Tanmay Srivastava

কোহলির যুব বিশ্বকাপজয়ী দলের সতীর্থ এখন আম্পায়ার! থাকতে পারেন বিরাটেরই ম্যাচে

দীর্ঘ ১৭ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। সেই দলের এক ক্রিকেটার এ বার আম্পায়ার হয়ে গেলেন। আইপিএলে ম্যাচে পরিচালনা করবেন। কোহলির আরসিবি দলের ম্যাচেও দায়িত্বে থাকতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:৪৯
cricket

২০০৮-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল। — ফাইল চিত্র।

দীর্ঘ ১৭ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। সেই দলের রবীন্দ্র জাডেজা, মণীশ পাণ্ডে এবং কোহলি এখনও ক্রিকেট খেলে চলেছেন। সেই দলের এক ক্রিকেটার এ বার আম্পায়ার হয়ে গেলেন। আইপিএলে ম্যাচে পরিচালনা করবেন। কোহলির আরসিবি দলের ম্যাচেও দায়িত্বে থাকতে পারেন।

Advertisement

কোহলির সেই সতীর্থ তন্ময় শ্রীবাস্তব সদ্য বোর্ডের আম্পায়ারিং পরীক্ষায় পাশ করেছেন। আইপিএলে ম্যাচ পরিচালনা করার ছাড়পত্রও পেয়েছেন বোর্ডের থেকে। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তন্ময়। মাত্র ৩০ বছরে ক্রিকেট ছাড়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।

তবে তন্ময় জানিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়ে কখনও আক্ষেপ হয়নি তাঁর। বলেছেন, “আমি বুঝেছিলাম ক্রিকেটার হিসাবে সেরা সময় কাটিয়ে ফেলেছি। আইপিএলে খেলার ধারেকাছেও ছিলাম না। মনে হয়েছিল, ক্রিকেটার হিসাবে আরও খেলতে চাই, না কি দ্বিতীয় ইনিংস সফল করে তুলতে চাই। আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছি।”

এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। তন্ময়ের কথায়, “শুক্লস্যরকে বলেছিলাম ক্রিকেট খেলা ছাড়া এই সংক্রান্ত অন্য কিছু করতে চাই। আমার বয়স মাত্র ৩০ শুনে উনি অবাক হয়েছিলেন। এর পর আমরা বিকল্প নিয়ে আলোচনা করি। এনসিএ-তে লেভেল ২ পর্যায়ের কোচিং কোর্স করেছি। জানতাম এতে ফিল্ডিং কোচের বেশি কিছু করা যাবে না। তাই আম্পায়ারিংয়ে মনঃসংযোগ করি।”

২০২০ সালে আম্পায়ারিংয়ের পরীক্ষা দেওয়ার সময় একাধিক কাজ করছিলেন তন্ময়। আরসিবি-র প্রতিভা অন্বেষণকারী হিসাবে কাজ ছাড়াও এনসিএ-তে অনূর্ধ্ব-১৬ এবং জম্মু ও কাশ্মীর দলের ফিল্ডিং কোচ ছিলেন। তন্ময় বলছেন, “আম্পায়ারিংয়ের পরীক্ষার জন্য পড়াশোনা করা খুব কঠিন। রাত জেগে পড়তাম। আইন এবং তার প্রভাব জানতে হয়েছে নিবিড় ভাবে।”

তন্ময় জানিয়েছেন, কোহলির সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর। তবে নিজের পথ নিজেই বেছে নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন