ICC Women\'s ODI World Cup 2025

সাড়ে তিন মাস খেলা নেই হরমনদের! ১০৫ দিন পর আবার মাঠে নামবেন বিশ্বজয়ীরা, কোন প্রতিযোগিতায়, কোথায় খেলবে ভারত?

মহিলাদের এক দিনের বিশ্বকাপ হরমনপ্রীত কৌরদের নিয়ে উৎসাহ বাড়িয়ে দিয়েছে অনেকটা। ক্রিকেটপ্রেমীরা আবার তাঁদের ২২ গজে দেখতে চাইছেন। বিশ্বজয়ের পর কবে মাঠে নামবেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৩২
picture of cricket

ভারতের মহিলা ক্রিকেট দল। ছবি: পিটিআই।

প্রথম বার এক দিনের বিশ্বকাপ জেতার পর দীপ্তি শর্মা আরও বেশি ম্যাচ খেলতে চেয়েছেন। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের আর্জি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতের মহিলা দলের সূচি আগে থেকেই নির্দিষ্ট হয়ে রয়েছে।

Advertisement

বিশ্বকাপ জয় হরমনপ্রীতদের নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ এক লাফে অনেকটা বাড়িয়ে দিতে পারে। অন্তত রবিবার বিশ্বকাপ ফাইনালের রাতে স্টেডিয়াম, টেলিভিশন এবং অ্যাপের দর্শক সংখ্যা সেই ইঙ্গিত দিচ্ছে। স্বাভাবিক ভাবেই ভারতের মহিলা দলের খেলা আবার কবে দেখা যাবে, তা জানতে চান অনেকেই। হরমনপ্রীতদের নির্ধারিত আন্তর্জাতিক সূচি কিছুটা হতাশ করতে পারে উৎসাহীদের।

২০২৫ সালে আর কোনও খেলা নেই হরমনপ্রীতদের। বিশ্বজয়ী দল আবার মাঠে নামবে ১০৫ দিন পর। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে যাবেন হরমনপ্রীতেরা। একটি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। আগামী অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রথম ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি। সিডনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সে দিন মুখোমুখি হবে দু’দল। অর্থাৎ বিশ্বজয়ের ১০৫ দিন পর আবার মাঠে নামবেন হরমনপ্রীতেরা। সিরিজ়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২১ ম্যাচ। সফরের তিনটি এক দিনের ম্যাচ হবে যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি এবং ১ মার্চ। সফরের এক মাত্র টেস্টটি পার্‌থে হবে আগামী ৬ থেকে ৯ মার্চ।

অস্ট্রেলিয়া সফরের আড়াই মাস পর ভারতীয় মহিলা দল যাবে ইংল্যান্ডে। হরমনপ্রীতদের ইংল্যান্ড সফর ২০২৬ সালের ২৮ মে থেকে ১৩ জুলাই। হরমনপ্রীতেরা অবশ্য দু’দফায় ইংল্যান্ডের সঙ্গে সিরিজ় খেলবেন। প্রথম দফায় হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচগুলি হবে ২৮ মে, ৩০ মে এবং ২ জুন। এর পর ইংল্যান্ডেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা হরমনপ্রীতদের।

আগামী বছর ২০ ওভারের বিশ্বকাপ খেলবেন এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নেরা। আগামী বছর ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ আগামী ১৪ জুন পাকিস্তানের সঙ্গে। এ ছাড়াও ২১ জুন দক্ষিণ আফ্রিকা, ২৮ জুন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপের খেলা রয়েছে। সূচি অনুযায়ী, ১৭ এবং ২৫ জুন আরও দু’টি ম্যাচ রয়েছে ভারতের। এই ম্যাচ দু’টির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপের নক আউট পর্বে উঠলে আরও দু’টি ম্যাচ খেলবেন হরমনপ্রীতেরা।

বিশ্বকাপের পর আবার ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে টেস্ট। ২০২৬ সালের ১০ থেকে ১৩ জুলাই লর্ডসে হবে দু’দলের এক মাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ পর্যন্ত ভারতীয় মহিলা দলের সূচি নির্দিষ্ট রয়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আরও কয়েকটি ২০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মহিলা ক্রিকেটারেরা। তা নির্ভর করবে বিসিসিআইয়ের উদ্যোগ এবং সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে আগামী ন’মাস হরমনপ্রীতদের দেশের মাটিতে কোনও ম্যাচ নেই।

Advertisement
আরও পড়ুন