Rohit Sharma

কেন রোহিতকে সরানো হল নেতৃত্ব থেকে, কার পরামর্শে? নাম না করে বুঝিয়ে দিলেন প্রধান নির্বাচক আগরকর

দল ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছেন, কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হল। তিনি বুঝিয়ে দিয়েছেন, কার পরামর্শে রোহিতের বদলে শুভমনকে দায়িত্ব দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:২২
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত এক দিনের ক্রিকেটে নেতৃত্ব গেল রোহিত শর্মার। অস্ট্রেলিয়ায় যে তিনটি এক দিনের ম্যাচে ভারত খেলবে, সেই দলে রোহিত থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সরিয়ে শুভমন গিলকে দায়িত্ব দিয়েছেন নির্বাচকেরা।

Advertisement

দল ঘোষণা করে প্রধান নির্বাচক অজিত আগরকর ব্যাখ্যা দিয়েছেন, কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হল। মূলত কোচ গৌতম গম্ভীরের কথা ভেবেই যে রোহিতকে সরানো হয়েছে, তা আগরকরের কথায় পরিষ্কার। তিনি বুঝিয়ে দিয়েছেন, গম্ভীরই পরামর্শ দিয়েছেন রোহিতের বদলে শুভমনকে দায়িত্ব দেওয়া হোক।

আগরকর বলেন, তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়ক রাখা সম্ভব নয়। যেহেতু টেস্টে শুভমন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার অধিনায়ক, তাই এক দিনের ক্রিকেটেও রোহিতকে সরিয়ে শুভমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গম্ভীরের নাম না করে আগরকর বলেন, ‘‘তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে।’’ বোঝাই যাচ্ছে, গম্ভীরের কথা ভেবেই রোহিতকে সরানো হয়েছে নেতৃত্ব থেকে।

রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। আগরকর বলেছেন, ‘‘আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন এক দিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমনকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে ও দল তৈরি করে নিতে পারে। যেমন সূর্যকুমার যাদবকেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওকেও দল গুছিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয়, যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল।’’ তা হলে কি আগামী এক দিনের বিশ্বকাপে কোহলি-রোহিত খেলবেন না? আগরকর বলেছেন, ‘‘ওরা বিশ্বকাপ খেলবে কি না, সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। দু’জনেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।’’

অস্ট্রেলিয়া সফরের দলে রবীন্দ্র জাডেজাকে কেন নেওয়া হল না? আগরকর বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় দু’জন বাঁহাতি স্পিনার নিয়ে যাওয়া কঠিন। কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর রয়েছে। মাত্র তিনটি এক দিনের ম্যাচ। বড় সিরিজ় নয়, যে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে। জাডেজার মতো ক্রিকেটারকে দলে রেখে বসিয়ে রাখাও কঠিন। তাই ওকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজ়ে। তার মানে জাডেজা আমাদের পরিকল্পনায় নেই, এমন নয়।’’ একটি করে সিরিজ়ে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান।

Advertisement
আরও পড়ুন