Indian Captain in 2027 ODI World Cup

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? আইসিসি-র পোস্ট করা ছবি ঘিরে জল্পনা

গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কয়েক মাস আগে ছেড়েছেন টেস্ট ক্রিকেটও। এ বার কি পালা এক দিনের ক্রিকেটের?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৬:৩৬
cricket

রোহিত শর্মা। তিনিই কি এক দিনের বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন? —ফাইল চিত্র।

২০২৭ সালের বিশ্বকাপে কি রোহিত শর্মাই ভারতের অধিনায়কত্ব করবেন? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র পোস্ট করা এক ছবি সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য জল্পনার মাঝে সেই পোস্ট মুছেও ফেলেছে আইসিসি।

Advertisement

২০২৬ সালে ইংল্যন্ডের মাটিতে সাদা বলের সিরিজ় খেলবে ভারত। দু’দলের মধ্যে পাঁচটা টি-টোয়েন্টি ও তিনটে এক দিনের ম্যাচ হবে। সেই সিরিজ়ের একটা ছবি পোস্ট করেছে আইসিসি। সেখানে খেলার সূচির পাশাপাশি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকের ছবি রয়েছে। ভারতের অধিনায়ক হিসাবে ছবি রয়েছে রোহিতের। তার পরেই জল্পনা শুরু হয়েছে।

প্রশ্ন উঠছে, তবে কি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক থাকবেন? কারণ, যদি ২০২৬ সালের জুলাই মাসেও তিনি ভারতের এক দিনের দলকে নেতৃত্ব দেন, তা হলে পরের বছর বিশ্বকাপেও তাঁকে দেখার সম্ভাবনাই বেশি। কারণ, এক দিনের বিশ্বকাপে নতুন অধিনায়ককে দায়িত্ব দিতে হলে তাঁকে অন্তত দু’বছর সময় দিতে হবে। সে ক্ষেত্রে সেই অধিনায়কই পরের বছর ইংল্যান্ড সিরিজ়ে নেতৃত্ব দেবেন। কিন্তু রোহিত যদি ইংল্যান্ডে যান, তা হলে বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম।

এই জল্পনার মাঝেই পোস্ট সরিয়ে দিয়েছে আইসিসি। কেন তারা পোস্ট সরিয়েছে তার কোনও কারণ জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই প্রসঙ্গে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের আগে মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর। ভারতের প্রধান কোচ জানিয়েছিলেন, এখন থেকে ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা ভাবছেন না তাঁরা। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছিলেন, ফর্মে থাকলে বয়সের দিকে তাকাবেন না তাঁরা।

গম্ভীর বলেছিলেন, “আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওটা বড় প্রতিযোগিতা। ভারতে ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে। ইংল্যান্ড সিরিজ়ের পর সেই বিশ্বকাপের দিকেই আমরা নজর দেব। পরের বছর নভেম্বর-ডিসেম্বরে এক দিনের বিশ্বকাপ। এখনও প্রায় আড়াই বছর সময় আছে।” তার পরেই গম্ভীর বলেন, “কেউ ভাল খেললে বয়স শুধুই একটা সংখ্যা।”

এখন ভারতের তিন ফরম্যাটে তিন অধিনায়ক। টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজ়েই ইংল্যান্ডে গিয়ে ২-২ সিরিজ় ড্র করেছেন শুভমন গিল। টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি নিজের পদ পাকা করেছেন। এখন দেখার, রোহিতকে এক দিনের অধিনায়ক রাখা হবে কি না। আপাতত সেই জল্পনা থামার কোনও লক্ষণ নেই।

Advertisement
আরও পড়ুন