যুজ়বেন্দ্র চহাল। —ফাইল চিত্র।
ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে প্রথম বার মুখ খুললেন ভারতের লেগস্পিনার যুজ়বেন্দ্র চহাল। সেই বিচ্ছেদ পর্বে চহালের মানসিক স্বাস্থ্যের এতটাই অবনতি হয়েছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
এক পডকাস্টে চহাল বলেছেন, “বিচ্ছেদ কিন্তু এক দিনে হয়নি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। বর্হিবিশ্বের থেকে এই ঘটনা লুকিয়ে রেখেছিলাম। সমাজমাধ্যমেও স্বাভাবিক দম্পতির মতো আচরণ করতাম।”
সেই পর্বে তাঁর মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়েও মুখ খুলেছেন চহাল। তাঁর কথায়, “এক মাস ধরে মাত্র দু’ঘণ্টা ঘুমোতাম। এমনকি অনেক বার আত্মহত্যার কথাও ভেবেছি। এই নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা সেরেছি। ক্রিকেট থেকে আমি বিরতি চেয়েছিলাম। এমনকি মাঠে নেমেও পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে পারিনি।”
ধনশ্রীর সঙ্গে চহালের বিচ্ছেদের সময় মানুষজন তাঁর গায়ে প্রতারকের তকমা এঁটে দিয়েছিল বলেও জানিয়েছেন চহাল। তিনি বলেছেন, “যখন আমি বিবাহবিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছি, লোকে আমার গায়ে প্রতারকের তকমা সেঁটে দিয়েছিল। আমি কারও সঙ্গেই প্রতারণা করিনি। এমনকি হলফ করে বলতে পারি, আমার মতো সৎ, ভদ্র মানুষ খুব কমই রয়েছে। অন্য মহিলার সঙ্গে দেখা গেলেই মানুষ সেই পুরুষের বিচার করে। আমার দুই বোন রয়েছে। তাই আমি জানি, মহিলাদের কীরকম ভাবে সম্মান করতে হয়।”