EPL

Child sex: শিশুদের যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রিমিয়ার লিগের ফুটবলার

শুক্রবার সেই ফুটবলারের বাড়িতে হানা দেয় পুলিশ। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ০৯:৪৩

—প্রতীকী চিত্র

ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলার গ্রেফতার। শিশুদের ওপর যৌন অপরাধমূলক কাজের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার প্রিমিয়ার লিগের সেই ফুটবলারের বাড়িতে হানা দেয় পুলিশ। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ৩১ বছরের এই ফুটবলার তাঁর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ‘১৬ জুলাই, শুক্রবার ৩১ বছরের এক ব্যক্তিকে শিশুদের ওপর যৌন অপরাধমূলক কাজের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি জামিন পেলেও তদন্ত চলছে।’

Advertisement

সেই ফুটবলারের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যে তাঁকে নির্বাসিত করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রথম দলের এক ফুটবলারকে নির্বাসিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। ক্লাবের তরফে তদন্তে সব রকম সাহায্য করা হবে।”

বিপুল অঙ্কের টাকা দিয়ে তাঁকে দলে সই করানো হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন