All India Football Federation

নজরে যুব ও মহিলা ফুটবলারেরা, নিয়মে একগুচ্ছ বদল সর্বভারতীয় ফুটবল সংস্থার

ভারতীয় ফুটবল সংস্থা তাদের নিয়মে একগুচ্ছ বদল করেছে। ১ জুন থেকে সেই সব বদল কার্যকর হবে। মূলত যুব ও মহিলা ফুটবলারদের কথা মাথায় রেখে এই বদল করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৮:৩০
football

ভারতীয় ফুটবলে নিয়ম বদল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

যুব ও মহিলা ফুটবলারদের দিকে নজর দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। সেই কারণে তাদের নিয়মে একগুচ্ছ বদল করা হয়েছে। ১ জুন থেকে সেই সব বদল কার্যকর হবে বলে জানিয়েছে ফুটবল সংস্থা।

Advertisement

ফুটবলারদের উন্নয়ন, মহিলা ও যুব ফুটবলারদের সাহায্যের জন্য এই বদলগুলো করা হয়েছে। সব কিছুর মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সে দিকে নজর রাখা হবে। এই প্রথম বার ঋতুস্রাবের সময় মহিলা ফুটবলারদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিষয়ে ভেবেছে ফুটবল সংস্থা। জানানো হয়েছে, ঋতুস্রাবের সময় অনুশীলন ও ম্যাচ খেলতে হবে না মহিলা ফুটবলারদের। তাঁদের বিশ্রাম দেওয়া হবে।

শুধু তাই নয়, মহিলা ফুটবলারেরা অন্তঃসত্ত্বা থাকাকালীন বা সন্তান দত্তক নিলে নির্দিষ্ট সময় ছুটি পাবেন। মহিলা কোচেরাও এই সুবিধা পাবেন। সেই সময় একটা নির্দিষ্ট ভাতা পাবেন ফুটবলারেরা। ফলে তাঁদের আর্থিক সমস্যা হবে না। মহিলা ফুটবলার আরও বেশি তুলে আনার জন্য এই পরিকল্পনা করেছে ভারতীয় ফুটবল সংস্থা।

যুব ফুটবলারদের ট্রান্সফারের দিকেও নজর রাখবে এআইএফএফ। কোনও যুব ফুটবলারকে লোনে নিতে গেলে সেই ক্লাবকে কী কী নিয়ম মানতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। সবটাই স্বচ্ছতার সঙ্গে করতে হবে। কোনও নিয়ম ভাঙলে সেই ক্লাবকে জরিমানা করা হবে। পাশাপাশি অ্যাকাডেমিতে নাবালক ফুটবলারদের নথিভুক্ত করার ক্ষেত্রেও ফিফার নিয়ম মানতে হবে বলে জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement
আরও পড়ুন