Lionel Messi

৫ সেপ্টেম্বর ‘বিশেষ ম‍্যাচ’ খেলতে নামছেন মেসি, বিশ্বকাপের আগেই অবসরের ইঙ্গিত

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সেই ম্যাচে খেলার কথা লিয়োনেল মেসির। দেশের মাঠে সেটাই তাঁর শেষ ম্যাচ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৩:২৮
picture of Lionel Messi

লিয়োনেল মেসি। ছবি: এক্স।

অবসরের ইঙ্গিত লিয়োনেল মেসির। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। চোট সারিয়ে মাঠে ফিরেছেন কিছু দিন আগে। লিগস কাপের ফাইনালে দলকে তোলার পর এক সাক্ষাৎকারে অবসরের ইঙ্গিত দিয়েছেন এমএল টেন।

Advertisement

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সেই ম্যাচে খেলার কথা মেসির। ওই ম্যাচই দেশের মাঠে খেলা তাঁর শেষ ম্যাচ হতে পারে। আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে আর্জেন্টিনা। তবু মেসি বলেছেন, ‘‘ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটাই।’’ তবে কি দেশকে বিশ্বকাপের পৌঁছে দিয়েই বিদায় নেবেন মেসি? জল্পনা শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ওই সাক্ষাৎকারে মেসি আরও বলেছেন, ‘‘ভেনেজুয়েলা ম্যাচটার পর আর কোনও প্রীতি ম্যাচ বা অন্য কোনও ম্যাচ হবে কিনা জানি না। তাই এই ম্যাচটা ভীষণ আলাদা। আমার পুরো পরিবার সে দিন মাঠে থাকবে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন ছাড়াও স্ত্রীর পরিবারের অন্যরাও থাকবে মাঠে। সকলে একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে। তার পর কী হবে এখনই বলতে পারব না।’’

মনে করা হচ্ছে, ৫ সেপ্টেম্বরের ম্যাচের পর আর দেশের মাঠে আন্তর্জাতিক ফুটবল খেলবেন না মেসি। এর পর হয়তো শুধু বিশ্বকাপ খেলবেন। তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন