AIFF

সুনীলের ভারতীয় দলের কোচ হতে চেয়েছিলেন জ়াভি, বার্সেলোনার প্রাক্তন কোচের আবেদন খারিজ করে দিয়েছে ফেডারেশন!

এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের কোনও কোচ নেই। মানোলো মার্কেজ় ইস্তফা দেওয়ার পর নতুন কোচের খোঁজে রয়েছেন এআইএফএফ কর্তারা। দেওয়া হয়েছে বিজ্ঞাপন। দেশ-বিদেশের অনেক কোচ আবেদন করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৪:৪১
Picture of Xavi Hernandez

জ়াভি হার্নান্ডেজ। ছবি: এক্স (টুইটার)।

মানোলো মার্কেজ় ইস্তফা দেওয়ার পর থেকে ভারতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। নতুন কোচ চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। দেশ-বিদেশের বহু আগ্রহী কোচ আবেদন করেছেন। সেই আবেদনকারীদের মধ্যে নাকি রয়েছেন বার্সেলোনার প্রাক্তন কোচ জ়াভি হার্নান্ডেজও!

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল, আবেদনকারীদের মধ্যে রয়েছেন বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডারও। তিনি নিজের ইমেল থেকে আবেদনপত্র পাঠিয়েছেন। তবে যোগাযোগ করার কোনও নম্বর তিনি দেননি। আবেদনকারীদের মধ্যে জ়াভির নাম দেখে বিস্মিত হয়েছিলেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্যেরাও। টিম ডিরেক্টর সুব্রত পাল বলেছেন, ‘‘আবেদনকারীদের মধ্যে জ়াভি ছিলেন। তিনি নিজের ইমেল থেকে আবেদন পাঠিয়েছিলেন।’’

ভারতীয় দলকে প্রশিক্ষণ দিতে জ়াভি আগ্রহ প্রকাশ করলেও, তাঁর কথা ভাবছেন না ফেডারেশন কর্তারা। কারণ জ়াভিকে কোচ করতে হলে যে টাকা দরকার, তা দেওয়া সম্ভব নয়। ওই সংবাদমাধ্যমকে ফেডারেশনের এক কর্তা বলেছেন, ‘‘জ়াভি আগ্রহ প্রকাশ করেছিলেন। হয়তো তাঁকে রাজিও করানো যেত। কিন্তু তাঁকে জাতীয় দলের কোচ করে আনতে যে খরচ হবে, তা সামলানো কঠিন।’’ উল্লেখ্য, ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন জ়াভি। আইএসএল শুরু হওয়ার পর স্পেনের বহু কোচ ভারতে এসেছেন। তাঁদের অনেককে জ়াভি চেনেনও। তাঁদের মুখে শুনেই ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে জ়াভির।

কোচ হিসাবে বার্সেলোনাকে ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মরসুমে লা লিগা জিতিয়েছেন জ়াভি। ফুটবলার হিসাবে বার্সেলোনার হয়ে খেলেছেন ৭৬৭টি ম্যাচ। ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী এবং ২০০৮ এবং ২০১২ সালের ইউরো কাপজয়ী দলে ছিলেন জ়াভি।

Advertisement
আরও পড়ুন