Bengal Women Football team

বাংলার সাত গোলে বেলাইন রেল

শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে বাংলার মেয়েরা। তিন মিনিটের মধ‌্যে মৌসুমী মুর্মুর বাড়ানো থ্রু ধরে ডান প্রান্ত দিয়ে উঠে ১-০ করেন রিম্পা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৯
দুরন্ত: হ্যাটট্রিক করার পরে বাংলার রিম্পা। আইএফএ।

দুরন্ত: হ্যাটট্রিক করার পরে বাংলার রিম্পা। আইএফএ।

মেয়েদের সিনিয়র জাতীয় ফুটবল চ‌্যাম্পিয়নশিপে মেঘালয়ের বিরুদ্ধে ৭-০ গোলে জিতে অভিযান শুরু করেছিল বাংলা। সোমবার দ্বিতীয় ম‌্যাচেও সেই ফল বদলাল না। কৃষ্ণনগর স্টেডিয়ামে রেলওয়েজ়কে আবারও ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলার মেয়েরা। প্রতিপক্ষের রক্ষণ নিয়ে ছেলেখেলা করলেন রিম্পা হালদার, সুলঞ্জনা রাউলরা। প্রতিযোগিতায় প্রথম হ‌্যাটট্রিক করলেন রিম্পা।

শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে বাংলার মেয়েরা। তিন মিনিটের মধ‌্যে মৌসুমী মুর্মুর বাড়ানো থ্রু ধরে ডান প্রান্ত দিয়ে উঠে ১-০ করেন রিম্পা। এক মিনিটের মধ‌্যেই একক দক্ষতায় বল নিয়ে উঠে প্রায় গোল করে ফেলেছিলেন সুলঞ্জনা রাউল। কিন্তু গোলরক্ষক তাঁকে বাধা দেন। সেই বল মৌসুমীর কাছে পৌঁছলে ২-০ করতে ভুল করেননি তিনি। বাংলার তৃতীয় গোল আসে প্রতিআক্রমণ থেকে। সুলঞ্জনা বল বাড়ান রিম্পাকে। দ্বিতীয় গোল তুলে নেন রিম্পা।

২০ মিনিটে ৪-০ করেন সুলঞ্জনা। তাঁর দৌড় থামানোর কোনও রাস্তা জানা ছিল না রেলওয়েজ়ের ডিফেন্ডারদের। তখনই জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে যায়। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুলঞ্জনা। গোলরক্ষক রেশমি কুমারী গোল ছেড়ে এগিয়ে এসেছিলেন। কিন্তু তাঁকে কাটিয়ে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা। তিন মিনিট পরে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক সঙ্গীতা বাসফোর। প্রথমার্ধের সংযুক্ত সময়ে হ‌্যাটট্রিক সম্পূর্ণ করেন রিম্পা। বিরতিতে ৭-০ এগিয়ে থাকা বাংলা দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি। গ্রুপের শেষ ম‌্যাচে সিকিমের মুখোমুখি হবে ২ ম‌্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলা।

ম‌্যাচের পরে রিম্পা বলেছেন, “আমাদের লক্ষ‌্য পরের পর্বে যোগ‌্যতা অর্জন করা। এ বারে আমরা চ‌্যাম্পিয়ন হওয়ার লক্ষ‌্যেই মাঠে নেমেছি। আশা করি সিকিমের বিরুদ্ধেও বড় ব‌্যবধানে জয় পাব।”

আরও পড়ুন