East Bengal

কোচের সঙ্গে ঝামেলা, ৩০ সেকেন্ডেই মাঠ ছেড়ে হোটেলে ক্লেটন, সুপার কাপের আগে ইস্টবেঙ্গলে অশান্তি

সুপার কাপ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলের প্রস্তুতি ম্যাচে তাল কাটল। কোচ অস্কার ব্রুজ়‌োর সঙ্গে ঝামেলার জেরে ৩০ সেকেন্ড পরেই মাঠ ছেড়ে সোজা হোটেলে ফিরে গেলেন ক্লেটন সিলভা। সুপার কাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:৫০
football

(বাঁ দিকে) ক্লেটন সিলভা। অস্কার ব্রুজ়‌ো (ডান দিকে)। — ফাইল চিত্র।

এক দিকে মোহনবাগান যখন আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ দু’টিই জিতে উৎসব করছে, তখন ইস্টবেঙ্গল শিবিরে অশান্তির আমেজ। সুপার কাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে তাল কাটল। কোচ অস্কার ব্রুজ়‌োর সঙ্গে ঝামেলার জেরে ৩০ সেকেন্ড পরেই মাঠ ছেড়ে সোজা হোটেলে ফিরে গেলেন ক্লেটন সিলভা। সুপার কাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

রবিবার নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। আনোয়ার আলির গোলে ম্যাচটি ১-০ জেতে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ক্লেটনকে নিজের পছন্দের জায়গা থেকে সরিয়ে অন্য একটি জায়গায় খেলাচ্ছিলেন অস্কার। শুরু থেকেই ক্লেটনকে নির্দেশ দিচ্ছিলেন বিপক্ষকে চাপ দেওয়ার। ক্লেটন পাল্টা জানান, তিনি নিজের মতোই খেলবেন। এতেই অস্কার রেগে যান। তিনি ক্লেটনকে আবার বলেন নিজের জায়গায় খেলতে। কোচের কাছে এসে তাঁর সঙ্গে তর্ক করে মাঠ ছেড়ে বেরিয়ে যান ক্লেটন। সাজঘরে গিয়ে পোশাক বদলে সোজা হোটেলে ফিরে যান। ক্লেটনের এমন আচরণে হতবাক সকলেই।

দীর্ঘ দিন ধরেই ক্লেটনের সঙ্গে অস্কারের ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে। ক্লেটনকে তাঁর পছন্দ নয়, এ কথা আগে বার বার বুঝিয়ে দিয়েছেন অস্কার। তবে হাতে বিকল্প না থাকায় ক্লেটনকে আইএসএলে খেলিয়েছেন। তবে কিছুতেই ক্লেটনকে পরের মরসুমে রাখতে রাজি নন। নতুন এই ঝামেলা ক্লেটনের বিদায়ের রাস্তাই প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে।

আরও একটি অশান্তির আশঙ্কা রয়েছে। শোনা গিয়েছে, অস্কারের পছন্দ করে আনা থাংবোই সিংটোকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাল ফুটবলারের সন্ধান দেওয়ার। ক্ষমতা কমানো হয়েছে মুখ্য টেকনিক্যাল অফিসারের। তিনি আবার ক্লাবের পছন্দের। গত মরসুমে তিনিই ফুটবলার নিয়োগের দায়িত্বে ছিলেন। এ বার অস্কার সেই দায়িত্ব থাংবোইকে দেওয়ায় নতুন করে ক্লাবের সঙ্গে ঝামেলা লাগতে পারে। সব মিলিয়ে, সুপার কাপের আগে পরিস্থিতি মোটেই ভাল নয় ইস্টবেঙ্গলে।

Advertisement
আরও পড়ুন