CFL 2025

কলকাতা লিগের ম্যাচে দল না নামানোয় শাস্তি মোহনবাগানকে, অবনমন বাঁচাতে মহমেডান নামবে বুধবার

কলকাতা লিগের ম্যাচে দল না নামানোর জন্য শাস্তি পেতে হল মোহনবাগান এবং সাদার্নকে। বুধবার শুরু হচ্ছে মহমেডানের অবনমন বাঁচানোর লড়াই। ইস্টবেঙ্গল সুপার সিক্স পর্ব শুরু করবে বৃহস্পতিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১
picture of Mohun Bagan

—প্রতীকী চিত্র।

কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল মোহনবাগান। এ বার তাদের অর্জিত পয়েন্ট থেকেও কাটা গেল ২ পয়েন্ট। মেসারার্সের বিরুদ্ধে দল না নামানোয় সবুজ-মেরুন শিবিরকে এই শাস্তি দিল আইএফএ-র লিগ কমিটি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল না নামানোয় একই শাস্তি হয়েছে সাদার্নেরও।

Advertisement

নির্দিষ্ট সূচি মেনে দল না নামানোর শাস্তি পেতে হল মোহনবাগানকে। এক সঙ্গে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ খেলতে হওয়ার কারণে মেসারার্স ম্যাচে দল নামায়নি মোহনবাগান। ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে আইএফএকে জানানো হয়েছিল, ম্যাচ খেলা সম্ভব নয়। আইএফএ তখনই জানিয়ে দেয়, সূচি পরিবর্তন সম্ভব নয়। ম্যাচের দিন মেসারার্স নির্দিষ্ট সময় মাঠে দল নামালেও অনুপস্থিত ছিল মোহনবাগান। প্রিমিয়ার লিগের না হওয়া সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাল লিগ কমিটি। লিগের ম্যাচগুলি থেকে মোহনবাগান মোট যে পয়েন্ট পেয়েছিল, তা থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। না হওয়া সেই ম্যাচের ৩ পয়েন্ট দেওয়া হয়েছে মেসারার্সকে। এ জন্য অবশ্য পয়েন্ট তালিকায় মোহনবাগানের অবস্থানের কোনও পরিবর্তন হচ্ছে না।

অন্য দিকে, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল না নামানোয় ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে সার্দানেরও। সেই ম্যাচের ৩ পয়েন্টও দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারকে। সার্দানের মোট পয়েন্ট ছিল ২। লিগ কমিটির সিদ্ধান্তের পর তাদের পয়েন্ট হল শূন্য। গ্রুপ ‘বি’র দ্বিতীয় সেরা দল হিসাবে সুপার সিক্সে খেলবে ডায়মন্ড হারবার।

প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স পর্বের খেলা শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম দিন নিজেদের মাঠে ইউনাইটেডের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তার আগে বুধবার থেকে শুরু হবে অবনমন পর্ব। প্রথম দিন ব্যারাকপুরে মহমেডান খেলবে সাদার্নের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন