রবি হাঁসদা। — ফাইল চিত্র।
জমকালে উদ্বোধনী অনুষ্ঠান। একই ভাবে বেঙ্গল সুপার লিগে ঘরের মাঠে জয় দিয়ে শুরু করল জেএইচআর রয়্যাল সিটি মালদহ মুর্শিদাবাদ এফসি। রবিবার তারা নর্থবেঙ্গল ইউনাইটেডকে হারিয়েছে ৩-১ ফলে। জোড়া গোলে নায়ক রবি হাঁসদা।
উদ্বোধনী ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় সাড়ে তিন হাজার দর্শক। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত তারা একই ভাবে সমর্থন জুগিয়ে গেলেন। ২৬ মিনিটে রয়্যালকে এগিয়ে দেন জোয়াও পাউলা মোরাইস। পাঁচ মিনিট পরেই রবির গোলে ২-০ এগিয়ে যায়। ৫১ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় নর্থবেঙ্গল। ম্যাচের শেষ লগ্নে আমিল নইমকে নিজেদের বক্সে ফাউল করেন রাজিবুল হালদার। পেনাল্টি থেকে ৩-১ করেন রবি।
সোমবার বিএসএলে বর্ধমান ব্লাস্টার্স মুখোমুখি হবে সুন্দরবন বেঙ্গল অটো এফসির। উত্তর চব্বিশ পরগনা এফসি খেলবে কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে।