Lamine Yamal

মেসির ১০ নম্বর জার্সি এ বার পরবেন ইয়ামাল, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে কত টাকা পাবেন তরুণ ফুটবলার?

বার্সেলোনায় খেলার সময় যে জার্সি পরেছেন দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো, লিয়োনেল মেসির মতো ফুটবলার, সেই জার্সিই এ বার পরবেন লেমিনে ইয়ামাল। বুধবার বার্সেলোনার সঙ্গে তাঁর নতুন চুক্তি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১০:৩০
football

১০ নম্বর জার্সি হাতে ইয়ামাল। ছবি: রয়টার্স।

বার্সেলোনায় খেলার সময় যে জার্সি পরেছেন দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো, লিয়োনেল মেসির মতো ফুটবলার, সেই জার্সিই এ বার পরবেন লেমিনে ইয়ামাল। বুধবার বার্সেলোনার সঙ্গে তাঁর নতুন চুক্তি হয়েছে। সেখানেই ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। তবে ১০ নম্বর জার্সি পরলেও মেসির পথ অনুসরণ করতে চান না ইয়ামাল। তিনি চান নিজের মতো খেলতে।

Advertisement

ঐতিহ্যশালী লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার ইতিমধ্যেই দেশ এবং ক্লাবের হয়ে নজর কেড়েছেন। বার্সেলোনাও তাঁকে আগামী দিনের তারকা হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকেই ধারাবাহিক ভাবে ভাল খেলছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

নতুন জার্সি পেয়ে ইয়ামাল বলেছেন, “মেসি ১০ নম্বর জার্সিতে নিজের মতো পথ তৈরি করেছিল। আমি নিজের মতো রাস্তা তৈরি করব। ওঁরা তিন জন (মেসি, রোনাল্ডিনহো, মারাদোনা) ক্লাবের কিংবদন্তি। প্রত্যেকে ওঁদের মতো খেলার স্বপ্ন দেখে। আমি ওঁদের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বার্সেলোনার হয়ে অভিষেকের ফলে স্বপ্ন পূরণ হয়েছে। এ বার ১০ নম্বর জার্সিও পেলাম। যারাই এই ক্লাবে খেলে তাঁরাই এই স্বপ্ন দেখে। আমি গর্বিত।”

বার্সেলোনার সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করলেন ইয়ামাল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা করে পাবেন তিনি। ফলে বার্সেলোনার সবচেয়ে দামী ফুটবলারও হবেন। টপকে যাবেন রবার্ট লেয়নডস্কিকে। ইয়ামালের ‘রিলিজ় ক্লজ়’ রাখা হয়েছে ৯৯৭২ কোটি টাকা। অর্থাৎ কোনও ক্লাব চুক্তি ভাঙিয়ে ইয়ামালকে কিনতে চাইলে তাদের এই টাকা বার্সেলোনাকে দিতে হবে।

Advertisement
আরও পড়ুন