Manchester United

২৬ পেনাল্টি! চতুর্থ ডিভিশনের দলের কাছে হার, লজ্জার নতুন অধ্যায় লিখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

সাম্প্রতিক কালে তাদের ফল এমনিতেই অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। বুধবার রাতে নতুন করে লজ্জার ইতিহাস লিখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কারাবাও কাপে চতুর্থ সারির দল গ্রিমসবি টাউনের কাছে হেরে গেল তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১০:৪৯
football

হতাশ ম্যান ইউ কোচ রুবেন আমোরিম। ছবি: রয়টার্স।

সাম্প্রতিক কালে তাদের ফল এমনিতেই অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। বুধবার রাতে নতুন করে লজ্জার ইতিহাস লিখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কারাবাও কাপে চতুর্থ সারির দল গ্রিমসবি টাউনের কাছে হেরে গেল তারা। নির্ধারিত সময়ে খেলার ফল ২-২ থাকার পর টাইব্রেকারে ম্যান ইউ হেরেছে ১১-১২ ব্যবধানে।

Advertisement

নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে আরও এক বার হতাশাজনক ফল ম্যান ইউয়ের। ম্যাচের পর আমোরিম নিজের দলের খেলোয়াড়দেরই কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, “যোগ্য দলই জিতেছে। মাঠে যে দলটা ফুটবল খেলছিল তারাই জিতেছে। যে ভাবে কোনও উদ্দেশ্য ছাড়াই আমরা ম্যাচটা খেলছিলাম সেটা বিশ্বাসই হচ্ছে না। আমরা সব হারিয়ে ফেলেছি।”

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় গ্রিমসবি। ২২ মিনিটে চার্লস ভারনাম গোল করেন। পরের দিকে একটি কর্নার বাঁচাতে গিয়ে হাস্যকর ভুল করেন ম্যান ইউ গোলকিপার আন্দ্রে ওনানা। বক্সে উড়ে আসা বল বাইরে বের করতে গিয়ে পুরোপুরি ফস্কান। জটলার মধ্যে থেকে দ্বিতীয় গোল করে গ্রিমসবির টাইরেল ওয়ারেন।

দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস, ব্রায়ান এমবিউমো, ম্যাথিয়াস ডি’লিটকে নামিয়ে দেন আমোরিম। এমবিউমো এক গোল শোধ করেন। ৮৯ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের গোলে সমতা ফেরে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বেঞ্জামিন সেসকো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। শুটআউটে প্রথম পাঁচটি কিকের পর ফল ছিল ৪-৪। এর পর সাডেন ডেথে সকলেই গোল করতে থাকেন। ২৬তম কিকে এমবিউমোর শট বারে লাগে। সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন গ্রিমসবির সমর্থকেরা। কোনও মতে ম্যান ইউ ফুটবলারেরা সাজঘরে ফেরেন।

Advertisement
আরও পড়ুন