AFC

বড় শাস্তি মোহনবাগানের, ইরানে খেলতে না যাওয়ায় এশিয়ার প্রতিযোগিতায় দু’বছর নিষিদ্ধ, সঙ্গে ৯০ লক্ষ টাকা জরিমানা

ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে গত সেপ্টেম্বরে ইরানে দল পাঠায়নি মোহনবাগান। ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে নিরপেক্ষ দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়েছিল। সেই আবেদন মানেনি এএফসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৬
picture of football

মোহনবাগান তাঁবু। —ফাইল চিত্র।

ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তি হল মোহনবাগানের। ২ বছরের জন্য নিষিদ্ধ করা হল মোহনবাগানকে। সঙ্গে জরিমানাও করা হয়েছে।

Advertisement

মোহনবাগানকে শাস্তি দিল এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানা। ভারতীয় মূল্যে প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা। মোহনবাগান সরকারি ভাবে শাস্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্লাব সূত্রে খবর, শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন সবুজ-মেরুন কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি। সে সময় এএফসি প্রাথমিক ভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ার সম্ভাবনা ছিলই। বুধবার এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে দু’মরসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে। মোহনবাগানকে করা জরিমানার মধ্যে ধরা রয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি।

শাস্তির ফলে দু’বছক আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মরসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ। ইরানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেন-সহ বেশ কয়েক জন ফুটবলারও।

Advertisement
আরও পড়ুন