Mohun Bagan Wins RFDL

ছোটদের লিগেও ভারতসেরা মোহনবাগান, পাসাংয়ের হ্যাটট্রিকে আরও এক ট্রফি সবুজ-মেরুনে

আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ জিতেছে মোহনবাগান। এ বার ছোটদের লিগেও তারা ভারতসেরা। সোমবার আরএফডিএল ফাইনালে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করে নায়ক পাসাং তামাং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২২:৩১
football

ট্রফি নিয়ে মোহনবাগানের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত।

আইএসএলের লিগ-শিল্ড এবং কাপ জিতেছে মোহনবাগান। এ বার ছোটদের লিগেও তারা ভারতসেরা। সোমবার রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (আরএফডিএল) ফাইনালে ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করে নায়ক পাসাং তামাং।

Advertisement

খেলার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল মোহনবাগানের। আট মিনিটেই প্রথম গোল করে পাসাং। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ায়। গোল পেয়ে চালকের আসনে বসে পড়ে মোহনবাগান। ম্যাচে তাদের দাপট আরও বাড়তে থাকে। কিছু ক্ষণের মধ্যে দ্বিতীয় গোল করে তারা। ক্লাসিকের ভুলে গোল করে তারা।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল মোহনবাগানের। প্রথম দশ মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে পাসাং। ওখানেই জয় নিশ্চিত হয়ে যায়। ১০টি ক্লিন শিট রেখে প্রতিযোগিতায় সোনার গ্লাভস জিতেছে মোহনবাগানেরই প্রিয়াংশ দুবে।

Advertisement
আরও পড়ুন