Hamid Ahadad

এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই আহদাদের, শহরে এসেই ডার্বিতে চোখ মরক্কোর স্ট্রাইকারের

আক্রমণ ভাগের শক্তি আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। মরক্কোর ৩০ বছরের হামিদ আহদাদ সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। মাঝমাঠেও খেলতে পারেন গোল করতে দক্ষ ৩০ বছরের ফুটবলার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২২:৪২
Picture of Hamid Ahadad

হামিদ আহদাদ। ছবি: সংগৃহীত।

বড় ম্যাচের পরের দিন রবিবারই শহরে চলে এসেছিলেন মরক্কোর জাতীয় দলের স্ট্রাইকার হামিদ আহদাদ। মঙ্গলবার এক বছরের চুক্তিতে সই করলেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি। কর্তাদের আশা, আহদাদ লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা পূরণ করবেন।

Advertisement

আক্রমণ ভাগের শক্তি আরও বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। মরক্কোর ৩০ বছরের আহদাদ সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। আহদাদকে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো। তিনি বলেছেন, ‘‘আহদাদ মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইংয়ে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও ব্যবহার করা যাবে। গোল করার দক্ষতা দুর্দান্ত। মরক্কো এবং মিশরের একাধিক শীর্ষস্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতাও রয়েছে। আহদাদ যোগ দেওয়ায় আমরা লাভবান হব।’’

লাল-হলুদ শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত আহদাদও। তিনি বলেছেন, ‘‘এই ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। শতবর্ষ প্রাচীন এমন একটা ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। আমি জ়ামালেক এফসির হয়ে খেলেছি। ডার্বি কী জিনিস জানি। ডার্বির চাপ, উত্তেজনা সম্পর্কে ধারণা রয়েছে। আশা করি কলকাতা ডার্বিও উপভোগ করব। ডার্বি খেলার অপেক্ষায় রয়েছি। এশিয়ার অন্যতম বড় ডার্বি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সেরাটা দিতে চাই। যত বেশি সম্ভব ট্রফি জিততে চাই।’’

Advertisement
আরও পড়ুন