Oscar dos Santos

অনুশীলনে অসুস্থ অস্কার হাসপাতালে

ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার কারণে ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন অস্কার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:৫৮
অস্কার ডস স্যান্টোস।

অস্কার ডস স্যান্টোস। ছবি: সংগৃহীত।

সঙ্কটে ব্রাজিল তারকা অস্কার ডস স্যান্টোসের ফুটবল ভবিষ্যৎ। সাও পাওলো এফসি-তে ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার কারণে ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন অস্কার।

চিন পেশাদার লিগের ক্লাব সাংহাই ছেড়ে গত ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে ফেরেন শৈশবের ক্লাব সাও পাওলো-তে। ব্রাজিলের সংমাদমাধ্যমের দাবি, এক্সারসাইজ় বাইকে ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মিনিট দু’য়েক সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন তিনি। দ্রুত অস্কারকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউ-এ। এখন অবশ্য অস্কারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছু পরীক্ষা–নিরীক্ষার জন্য চিকিৎসদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্রাজিলীয় বিশ্বকাপারকে। অস্কারের ক্লাব সাও পাওলোর তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ‘‘ফুটবলারদের ব্যক্তিগত গোপনীয়তাকে আমরা সম্মান জানাই। চিকিৎসক দলের কাছ থেকে নতুন তথ্য পেলে অস্কারের সম্মতিতে তা প্রকাশ করা হবে।’’ ব্রাজিলের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, হদ‌্‌যন্ত্রে সমস্যার কারণেই অজ্ঞান হয়ে পড়েছিলেন অস্কার।

আরও পড়ুন