AFC Champions League 2

ভারতে খেলবেন রোনাল্ডো? এফসি গোয়া ম্যাচের জন্য সিআর৭-এর নাম নথিভুক্ত করাল আল নাসের

শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়। ভারতের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর একটি ম্যাচ খেলতে আসতে পারেন সিআর সেভেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এক্স।

ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুভেচ্ছা সফর বা প্রীতি ম্যাচ নয়। খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসতে পারেন সিআর সেভেন।

Advertisement

চুক্তি অনুযায়ী, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে সিআর সেভেনকে বাধ্য করতে পারবেন না আল নাসের কর্তৃপক্ষ। তবে রোনাল্ডো চাইলে তিনি খেলতেই পারেন। সেই সম্ভাবনা খোলা রাখতে ভারতের মাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য রোনাল্ডোর নামও নথিবদ্ধ করিয়েছেন আল নাসের কর্তৃপক্ষ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য ১২জন বিদেশি ফুটবলারকে নথিবদ্ধ করিয়েছে আল নাসের। তাঁদের মধ্যে রয়েছে সাদিও মানে, কিংসলে কোম্যান, জোয়াও ফেলিক্সের নামও। অর্থাৎ ভারতের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে খেলতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এফসি গোয়ার গ্রুপে আছে ইরাকের আল জ়াওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। সূচি অনুযায়ী, ঘরের মাঠে এফসি গোয়া ১৭ সেপ্টেম্বর খেলবে আল জ়াওরার বিরুদ্ধে। ১ অক্টোবর খেলতে হবে এফসি ইস্তিকললের বিরুদ্ধে। ২২ অক্টোবর প্রতিপক্ষ আল নাসের। এই ম্যাচেই ভারতের মাটিতে প্রথম বার খেলতে পারেন সিআর সেভেন।

Advertisement
আরও পড়ুন