LSG

ইডেনে নামার আগে যুবভারতীতে পন্থ, পাশে মালিক গোয়েন‌্‌কাকে নিয়ে দেখলেন মোহনবাগানের খেলা

মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ। সঙ্গী সঞ্জীব গোয়েন্‌কা। যিনি লখনউ দলের মালিক এবং মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:১২
LSG

যুবভারতীতে ঋষভ পন্থের সঙ্গে সঞ্জীব গোয়েন্‌কা। ছবি: সমাজমাধ্যম।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঙ্গলবার ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচের আগে সোমবার যুবভারতীতে দেখা গেল ঋষভ পন্থকে। মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গী সঞ্জীব গোয়েন্‌কা। যিনি লখনউ দলের মালিক এবং মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার। ছিলেন লখনউয়ে কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

Advertisement

বাংলার শিল্পপতি গোয়েন্‌কার দু’টি দল। লখনউকে এর আগে ইডেনে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা গিয়েছে একাধিক বার। এ বারেও তারা সেই জার্সি পরে খেলবে কি না তা এখনও জানা যায়নি। তবে মোহনবাগান দলকে উৎসাহ দিতে গ্যালারিতে দেখা গেল পন্থকে। সেই সময় পাশে বসেছিলেন গোয়েন্‌কা। পন্থকে বিরতির মাঝে সমর্থকদের অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে।

সোমবার যুবভারতীতে মোহনবাগান খেলতে নামে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। আইএসএল-এর সেমিফাইনালে খেলতে নেমেছিল দুই দল। প্রথম পর্বে জামশেদপুর ২-১ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। দ্বিতীয় পর্বে যুবভারতীতে খেলতে নামে দুই দল।

আইপিএলে লখনউ নিজেদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায়। কলকাতায় খেলতে নামার আগে তাই আত্মবিশ্বাসী পন্থেরা।

Advertisement
আরও পড়ুন