Africa Cup of Nations

ঠাকুরদার উৎসাহে আলজিরিয়ায় জিদান পুত্র, জোড়া গোল রিয়াদের

আলজিরিয়া থেকেই ফ্রান্সের মার্সেই চলে গিয়েছিল জিদানের পরিবার। সেখানেই জন্মান ফুটবল কিংবদন্তি। ফ্রান্সের হয়েই খেলেছেন জিদান। ১৯৯৮ সালে প্রথমবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৮:১০
দর্শক: গ্যালারি থেকে পুত্র লুকার দলের জয় দেখলেন জিদান।

দর্শক: গ্যালারি থেকে পুত্র লুকার দলের জয় দেখলেন জিদান। ছবি: এক্স।

আফ্রিকা কাপ অব নেশনসে বুধবার সুদানের বিরুদ্ধে আলজিরিয়ার ৩-০ জয়ের রাতে জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ়। কিন্তু শিরোনামে জিনেদিন জিদান! আলজিরিয়া জাতীয় দলের হয়ে আফ্রিকা কাপ অব নেশনসে ছেলে লুকার অভিষেকের সাক্ষী থাকতে মরক্কোর রাবায় স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ফরাসি কিংবদন্তি।

আলজিরিয়া থেকেই ফ্রান্সের মার্সেই চলে গিয়েছিল জিদানের পরিবার। সেখানেই জন্মান ফুটবল কিংবদন্তি। ফ্রান্সের হয়েই খেলেছেন জিদান। ১৯৯৮ সালে প্রথমবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন তিনি। কিন্তু তাঁর ছেলে গোলরক্ষক লুকা ফ্রান্সের যুব দলের প্রতিনিধিত্ব করলেও শেষ পযন্ত পূর্বপুরুষের দেশ আলজিরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

জয়ের পরে লুকা বলেছেন, “আলজিরিয়ার কথা মনে হলেই আমার ঠাকুরদার কথা মনে পড়ে যায়। আলজিরিয়ার হয়ে খেলার আগে আমি ঠাকুরদার সঙ্গে কথা বলেছিলাম। ঠাকুরদার উৎসাহ ছাড়া হয়তো এই পদক্ষেপ নেওয়া সম্ভব হত না।” বুধবার নিয়মিত গোলরক্ষক আলেকজান্দ্রে ওকিদজ়ার চোট পাওয়ায় প্রথম একাদশের দরজা খুলে যায় লুকার সামনে।

এ ছাড়া আফ্রিকা কাপ অব নেশনসের অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ১-০ ফলে হারাল মোজ়াম্বিককে। পাশাপাশি পাঁচ বারের চ্যাম্পিয়ন ক্যামেরুন ১-০ হারিয়েছে গ্যাবনকে। বুরকিনা ফাসো সংযুক্ত সময়ের জোড়া গোলে জিতেছে নিরক্ষীয় গিনির বিরুদ্ধে।

আরও পড়ুন