Donald Trump

আয়োজকদের নির্দেশ উপেক্ষা করে ট্রাম্পকে নিয়ে মন্তব্য, ইউএস ওপেনে বিতর্কে ব্রিটেনের টেনিস খেলোয়াড়

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনার বনাম কার্লোস আলকারাজ়ের লড়াই দেখতে হাজির হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার ট্রাম্পকে নিয়ে মন্তব্য করে বিপাকে ব্রিটেনের প্রাক্তন টেনিস খেলোয়াড় লরা রবসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৭
sports

লরা রবসন। ছবি: সমাজমাধ্যম।

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনার বনাম কার্লোস আলকারাজ়ের লড়াই দেখতে হাজির হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের জন্যই খেলা শুরু হতে প্রায় ৫০ মিনিট দেরি হয়েছে বলে অনেকের মত। এ বার ট্রাম্পকে নিয়ে মন্তব্য করে বিপাকে ব্রিটেনের প্রাক্তন টেনিস খেলোয়াড় লরা রবসন।

Advertisement

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ট্রাম্পের খেলা দেখতে আসা অনেকেই মেনে নিতে পারেননি। স্টেডিয়ামে ঢুকতে দেরি হয় দর্শকদের। পাশাপাশি কড়া নিরাপত্তার বেড়া পার করে ঢুকতে হয় স্টেডিয়ামে। তাই ট্রাম্পকে দেখামাত্রই দর্শকেরা ব্যঙ্গাত্মক শিসে ভরিয়ে দেন। ট্রাম্পের অবশ্য কোনও হেলদোল ছিল না।

ফাইনালের আগে ট্রাম্পের অফিস থেকে ইউএস ওপেনের আয়োজকদের স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে কেউ যেন কোনও মন্তব্য না করেন। ব্যঙ্গাত্মক শিস বা অন্য কোনও শব্দ শোনানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল। তবে লরা সেই নির্দেশ মানেননি।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন লরা। ট্রাম্পকে বড় পর্দায় দেখানো মাত্রই তিনি বলে ওঠেন, “এই মাত্র ট্রাম্পকে বড়পর্দায় দেখা গেল। অনেকেই টিটকিরি করছেন।” এর পরেই বিতর্ক তৈরি হয়। যদিও ইউএস ওপেনের আয়োজকেরা এখনও এই নিয়ে মুখ খোলেননি।

২০১২ লন্ডন অলিম্পিক্সে অ্যান্ডি মারেকে সঙ্গী করে মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন লরা। উইম্বলডন এবং ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডেও উঠেছেন। তবে টানা চোটের কারণে ২০১৮-য় মাত্র ২৪ বছর বয়সে অবসর নেন।

Advertisement
আরও পড়ুন