Junior Hockey World Cup

ওমানকে ১৭ গোল দিলজিতদের

৪ মিনিটে ভারতকে এগিয়ে দেন আরশদীপ সিংহ। প্রথম কোয়ার্টারে আর ব‌্যবধান বাড়েনি। এর মধ্যে বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ভারত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৯:২৪
ভারতের জুনিয়র হকি দল।

ভারতের জুনিয়র হকি দল। নিজস্ব চিত্র।

জুনিয়র হকি বিশ্বকাপে চিলিকে সাত গোলের মালা পরিয়ে অভিযান শুরু করেছিল ভারত। চব্বিশ ঘণ্টার মধ‌্যে ওমানকে ১৭ গোল দিল আরশদীপ সিংহরা। দু’ম‌্যাচে দুই জয় পেয়ে পয়েন্ট টেবলের শীর্ষে ভারত।

৪ মিনিটে ভারতকে এগিয়ে দেন আরশদীপ সিংহ। প্রথম কোয়ার্টারে আর ব‌্যবধান বাড়েনি। এর মধ‌্যে বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারে দেখা যায় সম্পূর্ণ অন‌্য ভারতকে। ১৭ মিনিটে মনমীত সিংহ ২-০ করেন। নয় মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলে ভারতকে এগিয়ে দেন মনমীত। ২৯ মিনিটে আনমোল এক্কা ৪-০ করেন। কয়েক সেকেন্ডের মধ‌্যেই স্কোরশিটে নাম তোলেন দিলরাজ সিংহ। বিরতিতে স্কোরলাইন ছিল ৫-০। যদিও পেনাল্টি কর্নারের সুবিধা নিতে পারেনি ভারত।

তৃতীয় কোয়ার্টারে আরও বিধ্বংসী হয়ে ওঠেন দিলরাজরা। মাত্র পাঁচ মিনিটের মাথায় চার গোল হয়। মনমীত নিজের হ‌্যাটট্রিক সম্পূর্ণ করেন। পাশাপাশি আরশদীপ ও দিলরাজ নিজেদের দ্বিতীয় গোল সম্পূর্ণ করেন।

চতুর্থ কোয়ার্টারে ওমানকে আর খুঁজে পাওয়া যায়নি। আরশদীপ ও দিলরাজও হ‌্যাটট্রিক সম্পূর্ণ করেন। স্কোরশিটে নাম তোলেন অজিত ও গুরজতও। শেষ দুই গোল করেন দিলরাজ।

আরও পড়ুন