Davis Cup

ডেভিস কাপে ফেডেরারের দেশের বিরুদ্ধে ২-০ এগিয়ে ভারত, অভিষেকেই চমকে দিলেন দক্ষিণেশ্বর

সিঙ্গলসে নামার কোনও কথাই ছিল না তাঁর। ছিলেন রিজ়‌ার্ভে। ডেভিস কাপ খেলতে নেমে সেই দক্ষিণেশ্বর সুরেশই চমকে দিলেন র‌্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা প্রতিপক্ষকে হারিয়ে। রজার ফেডেরারের দেশ সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন ২-০ এগিয়ে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯
cricket

দক্ষিণেশ্বর সুরেশ। ছবি: সমাজমাধ্যম।

সিঙ্গলসে নামার কোনও কথাই ছিল না তাঁর। ছিলেন রিজ়‌ার্ভে। ডেভিস কাপ খেলতে নেমে সেই দক্ষিণেশ্বর সুরেশই চমকে দিলেন র‌্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা প্রতিপক্ষকে হারিয়ে। রজার ফেডেরারের দেশ সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন ২-০ এগিয়ে ভারত। শনিবার একটি ম্যাচ জিতলেই দীর্ঘ দিন পর ইউরোপের মাটিতে জেতার নজির গড়বে তারা।

Advertisement

সিঙ্গলসে খেলার কথা ছিল আরিয়ান শাহের। তবে অধিনায়ক রোহিত রাজপাল বেছে নেন দক্ষিণেশ্বরকে। এটিপি র‌্যাঙ্কিংয়ে ৬২৬ নম্বরে থাকা দক্ষিণেশ্বর হারিয়ে দেন ১৫৫ নম্বরে থাকা জেরোমে কিমকে। জেতেন ৭-৬, ৬-৩ গেমে। সম্প্রতি ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন কিম। আত্মবিশ্বাসে ভর করে তাঁকে হারিয়ে দেন দক্ষিণেশ্বর।

ডেভিড কাপ দলে ফিরে জিতেছেন সুমিত নাগালও। এমনিতে তিনি র‌্যাঙ্কিংয়ে প্রথম ৩০০-য় থাকার লড়াই করছেন। তিনি ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন র‌্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ উপরে থাকা মার্ক আন্দ্রে হুয়েসলারকে। শনিবার ডাবলসে শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বোল্লিপল্লি নামবেন জাকুব পল এবং ডোমিনিক স্ট্রিকারের বিরুদ্ধে। তার পরে দু’টি রিভার্স সিঙ্গলস। ভারত একটি ম্যাচ জিতলেই এই ‘টাই’ জিতে যাবে।

শেষ বার ১৯৯৩ সালে ফ্রান্সকে তাদের দেশে হারিয়েছিল ভারত। তার পর সুইৎজ়ারল্যান্ডকে হারানোর মুখে তারা। এর মাঝে ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে তাদের মাটিতে খেললেও জিততে পারেনি ভারত।

Advertisement
আরও পড়ুন