World Athletics Championship

ষষ্ঠ স্থানে শেষ সর্বেশের

মহারাষ্ট্রের কৃষক পরিবারের ছেলে ৩০ বছর বয়সি কুশারের এর আগে ব্যক্তিগত সেরা লাফ ছিল ২.২৭ মিটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১
সর্বেশ কুশারে।

সর্বেশ কুশারে।

টোকিয়োয় চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে নজির গড়েছিলেন ভারতের হাইজাম্পায় সর্বেশ কুশারে। মঙ্গলবার ফাইনালে তিনি ২.২৮ মিটার লাফিয়ে শেষ করলেন ষষ্ঠ স্থানে। যা তাঁর ব্যক্তিগত সেরা ফল। এক সেন্টিমিটারের জন্য জাতীয় রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি।

মহারাষ্ট্রের কৃষক পরিবারের ছেলে ৩০ বছর বয়সি কুশারের এর আগে ব্যক্তিগত সেরা লাফ ছিল ২.২৭ মিটার। যা তিনি ২০২২ সালে করেছিলেন। এ দিন তৃতীয় লাফে তিনি ২.২৮ মিটার পার করেন। কিন্তু এর পরে বার যখন ২.৩১ মিটার করা হয়, তিনি তা পেরোতে পারেননি। ফলে ২০১৮ সালে তেজস্বিনী শঙ্করের গড়া ২.২৯ মিটারের জাতীয় রেকর্ডও ভাঙা হল না সরবেশের।

এর আগে ২০২৩ এশীয় চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী সর্বেশ এ দিন প্রথম প্রয়াসে ২.২০ মিটার পার করেন। এর পরে ২.২৪ মিটার পেরোতে তাঁকে দু’বার লাফাতে হয়। এই বিভাগে সোনা জেতেননিউ জ়িল্যান্ডের অলিম্পিক্স চ্যাম্পিয়ন হামিশ কের (২.৩৬ মিটার)।

আরও পড়ুন