Lakshya Sen

দু’বছর পর ফাইনালে উঠলেন লক্ষ্য, খরা কাটিয়ে ট্রফি জয়ের এক ধাপ দূরে সাত্ত্বিক-চিরাগেরাও

দু’বছর পর কোনও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। শনিবার হংকং ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিও ফাইনালে উঠেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪
sports

লক্ষ্য সেন। — ফাইল চিত্র।

দু’বছর পর কোনও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। শনিবার হংকং ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিও ফাইনালে উঠেছেন। তাঁরা চলতি বছর প্রথম বার কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। এর আগে ছ’টি সেমিফাইনালে হেরেছেন।

Advertisement

২০২১-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী লক্ষ্য অবশেষে ট্রফি জয়ের থেকে আর এক ধাপ দূরে। বিশ্বের ন’নম্বর এবং তৃতীয় বাছাই চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ২৩-২১, ২২-২০ পয়েন্টে হারিয়েছেন তিনি। লক্ষ্যর জিততে লেগেছে ৫৬ মিনিট। শেষ বার ২০২৩-এর জুলাইয়ে কানাডা ওপেন জিতেছিলেন লক্ষ্য। তার পর থেকে আর সুপার ৫০০ পর্যায়ের প্রতিযোগিতা জেতেননি। গত বছর অবশ্য সৈয়দ মোদী প্রতিযোগিতায় জেতেন। তবে সেটি ছিল সুপার ৩০০ প্রতিযোগিতা, যেখানে অংশ নেন না বেশির ভাগ নামী খেলোয়াড়েরাই। ফাইনালে লক্ষ্যের লড়াই দ্বিতীয় বাছাই চিনের লি শি ফেংয়ের বিরুদ্ধে।

তার আগে, বিশ্বের ন’নম্বর সাত্ত্বিক-চিরাগ জুটি ২১-১৭, ২১-১৫ পয়েন্টে হারান চিনা তাইপেইয়ের বিং-ওয়েই লিন এবং চেন চেং-কুয়ানকে। অষ্টম বাছাই জুটি ফাইনালে খেলবেন চিনের লিয়ান ওয়েই কেং এবং ওয়াং চাং জুটির বিরুদ্ধে।

ম্যাচের পর চিরাগ বলেছেন, “অবশেষে ফাইনালে। গত বছর চিন ওপেনের পর থেকে সাতটা সেমিফাইনাল খেলেছি। বার বার সেমিফাইনালে খেলেও জিততে পারছিলাম না। এ বার ফাইনালে উঠতে মরিয়া ছিলাম। শেষ বার তাইল্যান্ড ওপেনে ফাইনাল খেলেছি। মনে হয় গত বছর মে-তে, অলিম্পিক্সের আগে। এখানে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী ছিলাম।” কিছু দিন আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও হেরে গিয়েছিলেন সাত্ত্বিক-চিরাগেরা। ব্রোঞ্জ জিতেছিলেন।

Advertisement
আরও পড়ুন