News Of The Day

বিশ্বসেরা ভারতকন্যাদের অভিবাদন। সুপ্রিম কোর্টে মুখ্যসচিবদের হাজিরা। মমতার মন্ত্রিসভার বৈঠক... আর কী কী

নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল মহিলাদের এক দিনের ক্রিকেট। জেমাইমা রদ্রিগেজ়-স্মৃতি মন্ধানাদের সাফল্য নিঃসন্দেহে বদলে দেবে দেশের মহিলা খেলাধুলোর ছবি। দক্ষিণ আফ্রিকাকে হারানো ভারতীয় দলের সব খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভারতীয় ক্রিকেটে ইতিহাস। ভারতের খেলাধুলোয় ইতিহাস। মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। হরমনপ্রীত কৌরদের নামের পাশে এখন বসবে ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এই প্রথম বিশ্বকাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল মহিলাদের এক দিনের ক্রিকেট। জেমাইমা রদ্রিগেজ়-স্মৃতি মন্ধানাদের সাফল্য নিঃসন্দেহে বদলে দেবে দেশের মহিলা খেলাধুলোর ছবি। দক্ষিণ আফ্রিকাকে হারানো ভারতীয় দলের সব খবর।

পথকুকুরদের মামলায় সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং তেলঙ্গানা বাদে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে। সোমবার সশরীরে দেশের শীর্ষ আদালতে উপস্থিত হয়ে তাঁদের এই সংক্রান্ত অবস্থান জানাতে হবে। গত অগস্ট মাসে দিল্লির পথকুকুর মামলায় দেশের সব রাজ্যকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, পথকুকুরদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে প্রতিষেধক এবং বন্ধ্যাত্বকরণের ব্যবস্থা করতে হবে। তার পর আবার যথাস্থানে ফিরিয়ে দিয়ে যেতে হবে।‌ পশ্চিমবঙ্গ আর তেলঙ্গানা ছাড়া আর কোনও রাজ্য সুপ্রিম কোর্টে এ বিষয়ে হলফনামা দেয়নি।

উৎসবের কারণে অক্টোবর মাসে মন্ত্রিসভার কোনও বৈঠক হয়নি। উৎসবপর্ব কেটে যেতেই নভেম্বর মাসের প্রথম কর্মদিবসেই বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসছে মন্ত্রিসভার বৈঠক। আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী দিন বেশকিছু জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। মন্ত্রিসভার বৈঠকে সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্তে সিলমোহর পড়তে পারে। আগামী ১৮ ডিসেম্বর রাজ্যে শিল্প সম্মেলনের আসর বসবে, সেই বিষয়টি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ের ফল এখন ১-১। রবিবার ওয়াশিংটন সুন্দরের ব্যাটে এবং অর্শদীপ সিংহের বলে ভারত জিতেছে ৫ উইকেটে। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলের খবর।

রঞ্জি ট্রফিতে আজ বল করতে দেখা যাবে মহম্মদ শামিকে। ত্রিপুরার বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্যাচের আজ তৃতীয় দিন। প্রথম ইনিংসে বাংলা দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ৩৩৬ রান তুলেছে। এই ম্যাচে শামির পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করছে তাঁর টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ়ে তিনি কি সুযোগ পাবেন? আজ খেলা শুরু সকাল ৮:৪৫ থেকে।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশের প্রভাব আর তেমন ভাবে পড়ছে না এই রাজ্যের আবহাওয়ায়। আজ দক্ষিণবঙ্গের সব জেলাই থাকবে খটখটে। উত্তরের দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন