PV Sindhu

Tokyo Olympics: অলিম্পিক্সে জোড়া পদক হয়ে গেল সিন্ধুর, ছুঁলেন প্রিচার্ড, সুশীলকে

সিন্ধুর প্রথম অলিম্পিক্স পদক গত বার। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। এ বার টোকিয়ো অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৮:২৫

ছবি: রয়টার্স

এ বারের অলিম্পিক্সে ব্রো়ঞ্জ জিতলেন পি ভি সিন্ধু। সব মিলিয়ে অলিম্পিক্সে জোড়া পদক হয়ে গেল তাঁর। হকি বাদ দিলে ব্যক্তিগত খেলায় দুটি অলিম্পিক্স পদক জিতে সিন্ধু ছুঁলেন নর্ম্যান প্রিচার্ড ও সুশীল কুমারকে।

সিন্ধুর প্রথম অলিম্পিক্স পদক গত বার। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে তিনি রুপো জিতেছিলেন। এ বার টোকিয়ো অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ জিতলেন।

Advertisement

ভারতের হয়ে প্রথম জোড়া অলিম্পিক্স পদক জেতার নজির নর্ম্যান প্রিচার্ডের। এই ব্রিটিশ-ভারতীয় ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। তাঁর দুটি পদকই রুপো। ২০০ মিটার এবং ২০০ মিটার হার্ডলসে রুপো জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:

এরপর এই নজির গড়েন সুশীল কুমার। তিনিও সিন্ধুর মতোই একটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। কুস্তিগীর সুশীলের প্রথম পদক ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে। ৬৬ কেজি ফ্রিস্টাইলে তিনি ব্রোঞ্জ জেতেন। এরপর ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে একই বিভাগে তাঁর পারফরম্যান্স আরও ভাল হয়। রুপো জিতে নেন সুশীল।

Advertisement
আরও পড়ুন