VO Wi Fi in BSNL

নিখরচায় এ বার ওয়াই-ফাই কলিংয়ের সুবিধা, এয়ারটেল-জিয়ো-ভোডাফোনকে টেক্কা দিতে নতুন প্রযুক্তি আনল বিএসএনএল

নতুন বছরের গোড়াতেই ভয়েস ওভার ওয়াই-ফাই নামের প্রযুক্তি চালু করে দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। অধিকাংশ স্মার্টফোনেই ব্যবহার করা যাবে এই প্রযুক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮
Representative Picture

—প্রতীকী ছবি।

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর। নতুন বছরের গোড়াতেই ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াই-ফাই ) পরিষেবা চালু করল এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। এর জেরে দেশের প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক দুর্বল থাকলেও দিব্যি ফোনে কথা বলতে পারবেন গ্রাহক। এত দিন এয়ারটেল এবং রিলায়্যান্স জিয়োর মতো বেসরকারি টেলি পরিষেবায় এই সুবিধা ছিল। নতুন প্রযুক্তি চালু হওয়ায় এ বার তাদের যে বিএসএনএল কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে, তা বলাই বাহুল্য।

Advertisement

কী এই ভিওওয়াই-ফাই ? রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে হ্যান্ডসেটে ওয়াই-ফাই ব্যবহার করে ফোন কল বা মেসেজ পাঠাতে পারবেন গ্রাহক। এককথায় ইন্টারনেট ব্যবহারের ঢালাও সুযোগ পাবেন তাঁরা। দেশের সমস্ত টেলিকম সার্কেলেই এই ভিওওয়াই-ফাই প্রযুক্তি চালু করেছে বিএসএনএল।

গ্রাহক পরিষেবাকে উন্নত করতে গত কয়েক বছর ধরেই নেটওয়ার্কের আধুনিকীকরণে জোর দিয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা। এত দিন পর্যন্ত গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের সমস্যাই ছিল বিএসএনএলের বিরুদ্ধে সবচেয়ে বড় সমস্যা। ভিওওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে সেটা দূর করা যাবে বলে আশাবাদী এই সরকারি টেলিকম কোম্পানি।

এ ব্যাপারে বিএসএনএলের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, যেখানে মোবাইল নেটওয়ার্ক সীমিত সেখানেই ভিওওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন গ্রাহক। বাড়ি, অফিস, বেসমেন্ট বা ঘরের ভিতরে দুর্বল সিগন্যালের সমস্যাও এর সাহায্যে কেটে যাবে। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, নতুন প্রযুক্তিটির মাধ্যমে আইএমএস-ভিত্তিক পরিষেবা পাবেন গ্রাহক, যেটা মোবাইল নেটওয়ার্ক এবং ওয়াই-ফাইয়ের মধ্যে প্রয়োজনমতো নির্বিঘ্নে অদলবদল হতে থাকবে।

সংশ্লিষ্ট পরিষেবাটির সুবিধা পেতে গ্রাহকদের কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না। বর্তমান মোবাইল নম্বর এবং ফোনের ডায়লার অ্যাপ ব্যবহার করে তাঁরা এই সুবিধা নিতে পারবেন। দ্বিতীয়ত, এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্য ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ মিলবে। ওয়াই-ফাই কলের জন্য দিতে হবে না কোনও অতিরিক্ত চার্জ।

বিএসএনএল জানিয়েছে, অধিকাংশ আধুনিক স্মার্টফোনে ভিওওয়াই-ফাই সাপোর্ট করবে। গ্রাহককে এর জন্য ফোনের সেটিংয়ে গিয়ে ওয়াই-ফাই কলিং অপশনটি চালু করতে হবে। তবে ব্যবহারকারী ইচ্ছা করলে নিকটবর্তী বিএসএনএল সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া হেল্পলাইন নম্বরও চালু রেখেছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেটা হল ১৮০০১৫০৩।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, এয়ারটেল, রিলায়্যান্স জিয়ো এবং ভোডাফোন-আইডিয়ার মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি দীর্ঘ দিন ধরেই নিখরচায় ওয়াই-ফাই কলিং চালু রেখেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল বিএসএনএলের নাম।

Advertisement
আরও পড়ুন