SIM card

মোবাইল ফোনের প্রাণভোমরা, সেই সিম কার্ডের এক কোণ কাটা থাকে কেন? নেপথ্যের রহস্য কী?

৯৯ শতাংশ মানুষই জানেন না কেন সিম কার্ডের এক কোণ কেটে দেওয়া হয়। আমরা সিম ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেলেও এটি এমন একটি প্রশ্ন যার উত্তর হয়তো বেশির ভাগ মানুষ জানার চেষ্টাও করেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫
reason behind one corner of the SIM card cut

ছবি: সংগৃহীত।

আধুনিক যুগ মোবাইল ছাড়া অচল। আর প্রতিটি মোবাইলের প্রাণভোমরা হল সিম কার্ড। পুরো নাম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। মোবাইলকে নেটওয়ার্কের সঙ্গে সংযোগকারী এই চিপ কল, মেসেজ পাঠানো এবং ইন্টারনেট ব্যবহারের মতো পরিষেবাগুলির জন্য অপরিহার্য। আমরা প্রায় সকলেই মোবাইল ব্যবহার করার সময় সিম কার্ড কিনি। কিন্তু বেশির ভাগ মানুষই জানেন না কেন সিম কার্ডের এক কোণ কাটা হয়।

Advertisement

৯৯ শতাংশ মানুষই জানেন না কেন সিম কার্ডের এক কোণ কেটে দেওয়া হয়। আমরা সিম ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেলেও এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর হয়তো বেশির ভাগ মানুষ জানার চেষ্টাও করেননি। যদি এই প্রশ্নটি মনের মধ্যে উঁকি দিয়ে যায় তা হলে সেই উত্তর রইল এই প্রতিবেদনে।

সিম কার্ড এমন একটি জিনিস যা বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করে থাকেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাবে সিম কার্ড নকশা করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। সিম কার্ডের এক কোণ কেটে দেওয়া হয় যাতে এটি ফোনে সঠিক ভাবে আটকানো সম্ভব হয়। ব্যবহারকারীরা যাতে বুঝতে পারেন যে তাঁরা সিম কার্ডটি সোজা ভাবে মোবাইলে আটকেছেন নাকি উল্টো অবস্থায়। সিম কার্ডটি উল্টো করে ঢোকালে এটি কাজ করবে না। এতে মোবাইলে নেটওয়ার্ক আসবে না। সিম কার্ডটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে তাতে। ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি নম্বর ও গ্রাহকের যাবতীয় তথ্য সংরক্ষণ করা হয় এতে। চালু করার পরে, মোবাইলটি সিম কার্ডের তথ্য পড়ে তা মোবাইল নেটওয়ার্কে প্রেরণ করে। এই প্রক্রিয়ার পর ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। এটি ব্যবহারকারী নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে কি না তা জানতে পারে। এই কারণে, এক সংস্থার সিম কার্ড অন্য সংস্থার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারে না।

Advertisement
আরও পড়ুন