Indian passport

ভারতীয় পাসপোর্টের ‘উন্নতি’, ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব ৫৯টি দেশে, বাকিরা কে কোথায়?

বিশ্বে বিভিন্ন দেশ বিনা ভিসায় কতগুলি দেশে ভ্রমণের অনুমতি দেয়, তার উপর নির্ভর করে আন্তর্জাতিক পাসপোর্ট ইনডেস্ক তৈরি হয়। তালিকায় ভারতের বর্তমান স্থান ৭৭তম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৬:০৪
India makes a big leap in the Henley Passport Index offering visa free entry to 59 countries

ভিসা ছাড়া ভারতীয়েরা এখন থেকে ৫৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। চলতি বছরে আন্তর্জাতিক পাসপোর্ট সূচক তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারতের স্থান। সম্প্রতি ‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেস্ক’ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, চলতি বছরে ভারত এই তালিকায় ৭৭তম স্থান দখল করেছে। গত বছর তালিকায় ভারতের স্থান ছিল ৮০ নম্বরে।

Advertisement

বিদেশে যেতে হলে পর্যটকেদের ভিসার প্রয়োজন। আর বিশ্বে বিভিন্ন দেশ বিনা ভিসায় কতগুলি দেশে ভ্রমণের অনুমতি দেয়, তার উপর নির্ভর করে পাসপোর্ট সূচক তৈরি হয়। এই তালিকা অনুসারে ভারতীয়েরা ভিসা ছাড়া এখন ৫৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। তালিকায় ৭৭তম অবস্থানে ভারতের সঙ্গেই রয়েছে আফ্রিকার দু’টি দেশ— সেনেগাল এবং বুকিনা ফাসো।

‘দ্য হেনলি পাসপোর্ট ইনডেস্ক’-এর ওয়েবসাইটে মোট ১৯৯টি দেশ এবং ২৭৭টি ভিন্ন গন্তব্যের উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে এই নিয়ে পর পর দু’বার পাসপোর্ট ইনডেস্ক তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারতের নাম। এই তালিকায় পাকিস্তানের নামও উপরের দিকে উঠে এসেছে। গত বছরের ১০১তম স্থান থেকে এ বার পাকিস্তান ৯৬তম স্থান দখল করেছে।

তালিকায় প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর। ভিসা ছাড়া সে দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান দখল করেছে জাপান এবং কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের ৭টি দেশ— ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, আয়ারল্যান্ড, স্পেন এবং ফিনল্যান্ড। তালিকায় ষষ্ঠ এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন এবং আমেরিকা। সবচেয়ে শেষে রয়েছে আফগানিস্তান। সে দেশের নাগরিকেরা ভিসা ছাড়া বিশ্বের মাত্র ২৫টি দেশে পা রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন