Travel Tips

সময়, সুযোগ কাজে লাগাতে জানলে পকেট বাঁচিয়ে দেশ-বিদেশ ঘোরা যায়, কী সেই কৌশল?

বিদেশে ঘোরার স্বপ্ন থাকলেও মোটা টাকা খরচ হবে ভেবেই অনেকে পিছিয়ে যান। তবে সময় এবং সুযোগ সঠিক ভাবে কাজে লাগাতে পারলে দেশ- বিদেশ ভ্রমণের খরচও এক ধাক্কায় কমিয়ে ফেলা সম্ভব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৪১
সময়, সুযোগ কাজে লাগিয়ে কী ভাবে সস্তায় টিকিট কাটতে, ঘুরতে পারবেন?

সময়, সুযোগ কাজে লাগিয়ে কী ভাবে সস্তায় টিকিট কাটতে, ঘুরতে পারবেন? ছবি:ফ্রিপিক।

দেশ-বিদেশে ভ্রমণের ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সময় বিশেষে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। বিদেশে ঘোরার স্বপ্ন থাকলেও উড়ানের খরচ, থাকা-খাওয়া, ঘোরায় মোটা টাকা খরচ হবে ভেবেই অনেকে পিছিয়ে যান। তবে সময় এবং সুযোগ সঠিক ভাবে কাজে লাগাতে পারলে শুধু দেশ নয়, বিদেশ ভ্রমণের খরচও এক ধাক্কায় কমিয়ে ফেলা সম্ভব। উড়ানেই যদি ভ্রমণের পরিকল্পনা থাকে তা হলে জেনে নিন কী ভাবে কম খরচে উড়ানের টিকিট কাটা যায়, কী ভাবে, কোন সময়ে ট্যুরের পরিকল্পনা করলে পকেটে কম টান পড়তে পারে।

Advertisement

সস্তায় উড়ানের টিকিট: বেড়ানো দেশে হোক বা বিদেশে টিকিট কাটারও কৌশল জানা চাই। বিভিন্ন বিমান সংস্থা বিভিন্ন সময় টিকিটে নানা রকম ছাড় দেয়। সেই সুযোগ কাজে লাগাতে পারেন।

সমাজমাধ্যম প্রভাবীদের কেউ কেউ বলছেন, একজনের জন্য উড়ানের টিকিট কাটলে অনেক ক্ষেত্রে খরচ কম পড়ে। একসঙ্গে একাধিক ব্যক্তি বেড়াতে গেলেও এই কৌশল কাজে আসতে পারে। পাশাপাশি তাঁদের পরামর্শ, টিকিট খোঁজার আগে মোবাইল বা ল্যাপটপ থেকে আগের ‘হিস্ট্রি’, জমে থাকা পুরনো ফাইল পরিষ্কার করে ফেলা দরকার। এতে সস্তার টিকিট পেতে সুবিধা হয়। পাশাপাশি ভোরের উড়ান বেছে নিলেও খরচ কমানো যায়।

সাধারণত ছুটির দিনে অনেকেই বিমানের টিকিট বুকিং করার চেষ্টা করেন। ফলে এই সময় টিকিটের দামও চড়ে যায়। ফলে শনি রবি বাদ দিয়ে মঙ্গল, বুধ, বৃহস্পতি রাতের দিকে উড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থা থেকে সস্তার টিকিট খুঁজতে পারেন। অনেকসময় রবিবারও বিশেষ কোনও অফার মিলে যেতে পারে।

যাওয়ার দিন: বেড়াতে যাওয়ার জন্য অনেকেই শুক্রবার রাত, শনি এবং রবিবারটি বেছে নেন। তবে সস্তায় উড়ান পেতে গেলে বাদ দিতে হবে দিনগুলি। বদলে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার বেছে নিলে টিকিটের দাম তুলনামূলক সস্তা হতে পারে।

সময়: যে কোনও স্থানে ভ্রমণেরই আদর্শ সময় থাকে। সেই সময় যাত্রী সংখ্যা বেশি হওয়ায় বাড়তি চাহিদার জন্যই উড়ানের টিকিট থেকে হোটেলের খরচ, পরিবহণ খরচ অনেকটা বেড়ে যায়। সস্তায় ঘুরতে যে সময় সেখানে লোকে কম যায়, সেই মরসুম বেছে নিতে হবে। আগে থেকে দেখে নিতে পারেন সেই সময় উড়ানের টিকিট এবং থাকার খরচ কত দেখাচ্ছে। সাধারণত ক্রিসমাস, পুজোর সময় বেড়াতে যাওয়ার খরচ বেশি হয়।

বুকিং-এর সময়: সস্তায় উড়ান পেতে হলে সাধারণত ২-৩ মাস বা তারও আগে টিকিট কাটেন অনেকে। এতে সুবিধাও হয়, খরচও কমে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রমণে অনেক সময় বিভিন্ন বিমান পরিবহণ সংস্থা যাত্রীদের ১৮ বা ৩০ দিন আগেও ভাল অফার দেয়।

থাকা: বেড়ানোর বাজেটে থাকে থাকার খরচও। এ ক্ষেত্রে একলা বেড়াতে গেলে হস্টেল বেছে নিতে পারেন। অনেক সময় বাড়ি ভাড়া নিয়ে থাকলে খরচ কম পড়ে। কখনও মূল শহর থেকে একটু দূরে থাকলে তুলনামূলক ভাবে সস্তায় হোটেল মেলে। ভ্রমণের পরিকল্পনার সময় ঘর বুকিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখতে পারেন।

Advertisement
আরও পড়ুন