বরফ ও আগ্নেয়গিরির সহবাস

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’র সৌজন্যে আর কিছু দিনের মধ্যেই আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ভারতীয় দর্শকদের পরিচয় হতে চলেছে। আমরা বাঙালিরা অবশ্য আগেই এই দেশটার সঙ্গে কিছুটা পরিচিত হয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘হনুমান ডটকম’ এর সৌজন্যে। তবে, দু’টো সিনেমার শুটিংই হয়েছে গ্রীষ্মকালে। শীতের আইসল্যান্ড কেমন হয় তার হাল্কা আভাস পেয়েছিলাম গত মার্চের প্রথম সপ্তাহে।

Advertisement
সৌভিক সামন্ত
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ০০:০০

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’র সৌজন্যে আর কিছু দিনের মধ্যেই আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ভারতীয় দর্শকদের পরিচয় হতে চলেছে। আমরা বাঙালিরা অবশ্য আগেই এই দেশটার সঙ্গে কিছুটা পরিচিত হয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘হনুমান ডটকম’ এর সৌজন্যে। তবে, দু’টো সিনেমার শুটিংই হয়েছে গ্রীষ্মকালে। শীতের আইসল্যান্ড কেমন হয় তার হাল্কা আভাস পাওয়া গেল গত মার্চের প্রথম সপ্তাহে। ‘আউট অব দ্য ওয়ার্ল্ড’ বলে যদি কোনও দেশ থেকে থাকে তবে সেটা এই আইসল্যান্ড ! বন্দর শহর কেফ্লাভিক, রাজধানী রেইকেভিক, পিঙভেল্লির ন্যাশনাল পার্ক, আর্নেসসিসলা গেইজার, গুলফোস জলপ্রপাত, লাভা কেভ এবং গাড়ি করে চলার পথের কিছু দৃশ্য সৌভিক সামন্তের ক্যামেরায়। সৌভিকের জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা। আইআইটি কানপুরে পিএইচডি শেষ করে বর্তমানে পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণারত (পোস্ট ডক্টরেট)। শখ ফোটোগ্রাফি ও নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো।

Advertisement
Advertisement
আরও পড়ুন