এক হাতে মাংস, অন্য হাতে মদ! দেবী বসেন চিতার উপর, কেওড়াতলা মহাশ্মশানে লক্ষ্মী রূপে পূজিত কালী

কেওড়াতলায় যে দিন থেকে ‘মা’ এসেছেন, প্রতিদিন দাহ হয়েছে শব।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:০০
Advertisement

কেওড়াতলা মহাশ্মশানের কালী পুজোর দেড়শো বছর। ‘মা’ এখানে করাল বদনা এবং দ্বিভূজা। এক হাতে মাংস, অন্য হাতে সুরা। তিনি অধিষ্ঠিত হন চিতার উপর। কথিত আছে, অসুর বিনাশের পর দেবী ক্লান্ত হয়ে এই শ্মশানে এসে বিশ্রাম নেন। তন্ত্র মতে তান্ত্রিকরা শুরু করেন পুজো। কেওড়াতলায় যে দিন থেকে ‘মা’ এসেছেন, প্রতিদিন দাহ হয়েছে শব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement