আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিতর্কের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের পলায়ন নিয়ে শোরগোল। কী ভাবে এবং কার সাহায্যে তাইল্যান্ড গেলেন জুলাই আন্দোলনের সময় খুনে অভিযুক্ত অশীতিপর আব্দুল হামিদ? অন্তর্বতী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই পুলিশকর্তা-সহ বরখাস্ত চার। শুরু হয়েছে তদন্ত।