হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতার। সঙ্গে ছিলেন হিরণ-অনিন্দিতার মেয়ে। মঙ্গলবার হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অনিন্দিতা জানান, ‘আইনি বিবাহবিচ্ছেদ হয়নি’। তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির দাবি, গত পাঁচ বছর ধরে তিনি আর হিরণ একসঙ্গে আছেন। শুধু তাই নয়, ঋতিকার দাবি অনিন্দিতাকে বিবাহবিচ্ছেদের আইনি নোটিসও পাঠানো হয়েছে।