অহমদাবাদ বিমান দুর্ঘটনার জেরে সাধারণ মানুষের মনেও বাড়ছে উড়ান-আতঙ্ক। এরোফোবিয়ায় যাঁরা ভোগেন, তাঁদের ভয়ের মাত্রা বেড়েছে অনেকখানি। উদ্বেগে আছেন বিমান সংস্থার কর্মীরাও। এই ভয় কাটবে কী করে? পরামর্শ দিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।