পাক-আফগান সীমান্ত সংঘর্ষ নতুন নয়। ২০২৪-এ পাকিস্তানের আকাশপথে হামলাকে কেন্দ্র করে সংঘাত তুঙ্গে উঠেছিল। পরে অবশ্য সমঝোতার পথে আসেন দুই দেশের রাষ্ট্রনেতারা। সম্পর্কের উন্নতিতে ছিল চিনের মধ্যস্থতাও। তবে সেই সুসম্পর্ক বেশিদিন স্থায়ী হল না। ফের সংঘাত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তখন ভারত সফরে। একে কাকতালীয় বলে মনে করছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।