‘অপারেশন মহাদেব’। পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের নিকেশ করতে সেনা অভিযান। ভারতীয় সেনার হাতে খতম সুলেমান ওরফে হাসিম মুসা,আবু হামজ়া এবং ইয়াসির। নিহতদের পরিবার কি শেষ পর্যন্ত বিচার পেল? কী জানাচ্ছেন কলকাতার শবরী গুহ।