পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করে ভারত সরকার। পাক নাগরিকদের এ দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়। ওই নির্দেশের কোপে পড়েন এমন অনেকে, যাঁদের শিকড় ও পারে হলেও, ভারতীয় পরিবারে বিয়ে হয়েছে। অথবা, দীর্ঘ দিন ধরে এ দেশে বাস করছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি এমনই এক পরিবারের বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ দেয়। শ্রীনগরের বাসিন্দা আহমেদ তারিক বাটের দাবি, ২০০০ সালের মধ্যে তাঁদের গোটা পরিবার পাক-অধিকৃত কাশ্মীর থেকে এসে ভারতে, শ্রীনগরে বাস শুরু করে। বাটের বক্তব্য, ভারতীয় পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড, সব নথিই আছে তাঁদের কাছে। সুপ্রিম কোর্ট সেই সব নথি যাচাইয়ের নির্দেশ দেয়। তার পাশাপাশি এ-ও বলে, আপাতত বাটের পরিবারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। আহমেদ তারিক বাটের ভাগ্য কি বাকি পাকিস্তানি নাগরিকদের হবে, যাঁরা এ দেশে ঘর বেঁধেছেন?