স্মারকে অশোক স্তম্ভ। দরগার ভিতরে সেই স্মারক। নিরাকার উপাসনাস্থলে সাকার কেন? উঠেছে প্রশ্ন। ইসলাম ধর্ম-বিশ্বাসের পরিপন্থী বলে আপত্তি এনসি বিধায়কের। জাতীয় প্রতীক মোছার চেষ্টায় ক্ষুব্ধ ওয়াকফ বোর্ড। সব মিলিয়েই অশান্ত শ্রীনগরের হজরতবাল।