বিশ শতকেও গোটা দেশে এশীয় সিংহ ছিল মাত্র ২০টি। শিকার এবং বাসস্থানের অভাব-ই বিলুপ্তির দিকে ঠেলে বিড়াল প্রজাতির এই বিরল বন্যপ্রাণকে। তিন দশকের নিরলস প্রচেষ্টা। আবারও এশীয় সিংহের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে গুজরাতের গির। ৬২৭ থেকে ৮৯১, শতাংশের নিরিখে এশীয় সিংহ বেড়েছে ৩৩ থেকে ৩৪ শতাংশ।