‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’— কেন গাওয়া হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গেয়ে রাষ্ট্রদ্রোহের মুখে ৭৪ বছর বয়সি কংগ্রেসকর্মী বিধূভূষণ দাস। আইনানুগ পদক্ষেপ করার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঘটনা অসমের।
১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতায় এই গান লেখা হয়। রবীন্দ্রনাথের গানে ছিল বিভেদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বদেশ পর্যায়ের এই গানের দশটি লাইন জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে বাংলাদেশ। বাংলায় একাধিক সভায়, নিজেদের বক্তৃতায় এই উক্তি ব্যবহার করেছেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী। আগামী বছর অসম এবং পশ্চিমবঙ্গ, দুই রাজ্যেই ভোট। বর্তমানে বাংলা উত্তপ্ত এসআইআর নিয়ে। তার উপর নতুন সংযোজন এই গান-বিতর্ক! কবিগুরু রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ কী ভাবে ভারত-বিরোধী? প্রশ্ন ওয়াকিবহাল মহলে।