বর্ণময়, বিতর্কিত রাজনৈতিক জীবন। দু’দফার প্রধানমন্ত্রিত্ব। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া নিজেই স্বতন্ত্র অধ্যায়।
এরশাদ বিরোধী মঞ্চ থেকে রাজনৈতিক উত্থান। তার পর খালেদা-হাসিনা দ্বৈরথে কয়েক দশক আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতি। জুলাই অভ্যুত্থানের পর এখন দেশছাড়া হাসিনা। অসুস্থতা নিয়েই নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন খালেদা।
মৃত্যুতে ইতি পড়ল সেই রাজনৈতিক যাত্রায়।