Boycott Turkey Call

পাকিস্তানের ‘বন্ধু’ দেশ, তুরস্ককে বয়কটের ডাক দেশ জুড়ে, বিকল্পের খোঁজে ভারতীয় পর্যটকেরা

ভারতে তুরস্কের ড্রোনের সাহায্যে হামলা চালানোর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। এর্ডোগানের দেশকে বয়কটের ডাক ভারতীয় ব্যবসায়ীদের একাংশের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ২১:৫২
Advertisement

তুরস্ক থেকে এ দেশে আসে আপেল, মার্বেলের মতো বেশ কিছু পণ্য। এ বার সে সব আমদানিতে নিষেধাজ্ঞা চাপানোর দাবি তুলছেন ভারতীয় ব্যবসায়ীদের একাংশ। তুরস্কে ঘুরতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক ভারতীয় পর্যটক। অনলাই পর্যটন সংস্থাগুলি জানাচ্ছে, বুকিং বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। তুরস্কের প্রতি এই ক্ষোভের কারণ পাকিস্তানের সঙ্গে সে দেশের ‘বন্ধুত্ব’। পহলগাঁও পরবর্তী সময়েও যে দু’টি দেশ পাকিস্তানকে সমর্থন করেছে, তারা হল তুরস্ক ও আজেরবাইজান। ওই দু’টি দেশ এবং তাদের পণ্য বয়কট করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে ভারতে। ‘জাতীয় সুরক্ষা’র স্বার্থে তুরস্কের একটি বিমান পরিবহণ সংস্থার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করে কেন্দ্রীয় সরকার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement