La Tomatina

বিরোধিতায় হাতিয়ার টম্যাটো, নিষেধাজ্ঞার ইতিহাস পেরিয়ে ৮০ বছরে স্পেনের ‘প্রতিবাদের উৎসব’

বার বার নিষিদ্ধ হয়েছে। তবু জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। ৮০ বছরেও উজ্জ্বল স্পেনের ‘লা টম্যাটিনা’।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৬:১৩
Advertisement

স্পেনের ‘লা টম্যাটিনা’। ঐতিহ্যের উৎসব। এ বছর ৮০-তে পা রাখল। ১৯৫০। স্পেনে স্বৈরাচারী শাসক ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর আমল। টম্যাটিনা ফেসটিভ্যালের উপর নিষেধাজ্ঞা জারি করা। কিন্তু তাতে দমানো যায়নি বুনওয়েলবাসীকে। ১৯৫৭ সাল। ফের বুনওয়েলের রাস্তায় কাতারে কাতারে মানুষ। প্রতিরোধের ভাষা হয়ে ওঠে লা টম্যাটিনা। এখনও চলছে সেই প্রতিবাদের উৎসব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement