স্পেনের ‘লা টম্যাটিনা’। ঐতিহ্যের উৎসব। এ বছর ৮০-তে পা রাখল। ১৯৫০। স্পেনে স্বৈরাচারী শাসক ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর আমল। টম্যাটিনা ফেসটিভ্যালের উপর নিষেধাজ্ঞা জারি করা। কিন্তু তাতে দমানো যায়নি বুনওয়েলবাসীকে। ১৯৫৭ সাল। ফের বুনওয়েলের রাস্তায় কাতারে কাতারে মানুষ। প্রতিরোধের ভাষা হয়ে ওঠে লা টম্যাটিনা। এখনও চলছে সেই প্রতিবাদের উৎসব।