কাজ আছে, লাভ নেই, ভোটের বিহারে ছটের সময়েও অন্ধকারে কারিগর, মৃৎশিল্পীরা
চাহিদা আছে। কাজও আছে। তবে কাঁচামালের দামে নাভিশ্বাস উঠছে বিহারের স্থানীয় কারিগরদের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:৫৭
Advertisement
সামনেই ছটপুজো। বিহারে তাই রাত-দিন জেগে তৈরি করতে হচ্ছে বেতের ঝুড়ি, কুলো। পাল্লা দিয়ে চলছে মাটির জিনিসপত্র তৈরি। তবে, মুনাফার দেখা নেই। তাই দীর্ঘশ্বাস সম্বল কর্মীদের।