উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে বা়ড়তি নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ভিন্রাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। পুলিশকে এলাকায় টহলদারি বাড়ানোর কথাও বলেছেন তিনি।