বর্ষার মরসুম। জঙ্গল সাফারিতে আপাতত ইতি। বনস্থলীর এখন ‘মি-টাইম’। সুবজের নতুন অভিযান। প্রজননের ঋতু। বন্যপ্রাণীরাও তাই খুঁজে নেয় ঘন জঙ্গলের আড়াল। স্বাভাবিক ভাবেই বন্ধ পর্যটকদের আনাগোনা। আর তাই বন্দোবস্ত বাড়তি সতর্কতা এবং নজরদারির। দেশের জীববৈচিত্র বাঁচিয়ে রাখার ভরসা এই বরষাতেই। ‘অপারেশন মনসুন’ তাই যেন বনকর্মীদের নিজস্ব বর্ষামঙ্গল।